আলোকবালী ইউনিয়ন পরিষদ ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সভার সিদ্ধান্ত

আলোকবালী ইউনিয়ন পরিষদের প্রথম সভার কার্যবিবরনী
সভার সভাপতিঃ জনাব মো: দেলোয়ার হোসেন সরকার
চেয়ারম্যান, আলোকবালী ইউনিয়ন পরিষদ, নরসিংদী সদর, নরসিংদী।
প্রথম সভার তারিখঃ ০৯/১১/২০২২ খ্রিঃ সময়ঃ সকাল ১১.০০ ঘটিকা ।
সভার স্থান ঃ আলোকবালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সভাকক্ষ।
উপস্থিতির স্বাক্ষর : পরিশিষ্ঠ “ক”

সভাপতি মহোদয় সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে উপস্থিত সকল সদস্যবৃন্দকে স্বাগত জানান এবং সভার কাজ আরম্ভ করার জন্য অনুরোধ জানান।

সভার আলোচ্যসূচী : ২০২৩-২০২৪ চক্রের ভিজিডি তালিকা প্রণয়ন প্রসঙ্গে ।

সভায় সভাপতি মহোদয় বলেন, ২০২৩-২০২৪ ভিজিডি চক্রের তালিকা প্রণয়নের নির্দেশনা রয়েছে। এ বিষয়ে সচিব সাহেবের নিকট হতে নিয়ম নীতি জেনে নিতে নির্দেশনা দেন । অত:পর ইউপি সচিব সভায় নীতিমালা পড়ে শুনান এবং নির্ধারিত তারিখের মধ্যে উন্মুুক্ত আবেদন করার জন্য জনগনকে উদ্ভুদ্ধ করে সর্বোচ্চ আবেদনের জন্য প্রস্তাব করেন । আলোকবালী ইউনিয়নে সর্বমোট ১৩৯টি কার্ড বরাদ্ধ পাওয়া গিয়াছে । অতঃপর উক্ত বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয় এবং সকল সদস্যগণ তাহাদের মতামত সভায় উপস্থাপন করেন ।
সিদ্ধান্ত ঃ ১৩৯ জন কার্ড বরাদ্ধের বিপরীতে প্রচার-প্রচারনার মাধ্যমে প্রতি ওয়ার্ড হতে আবেদন নিশ্চিত করে তালিকা হতে বাছাইপূর্বক ২০২৩-২০২৪ চক্রের তালিকা প্রণয়নের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহিত হয় ।


সভার আলোচ্যসূচী । স্ট্যান্ডিং কমিটি গঠন প্রসঙ্গে।
সভার আলোচনা ঃ সভায় আলোচ্য বিষয় মোতাবেক ইউনিয়ন পরিষদ সচিব বলেন, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ৪৫ ধারা অনুসারে কার্যাবলী সুচারুরুপে সম্পাদন করার জন্য ইউনিয়ন স্থায়ী কমিটি গঠন জরুরী । ইউনিয়ন পরিষদে মোট ১৩টি কমিটি রয়েছে । এই কমিটি গুলোতে ৫-৭ সদস্য বিশিষ্ট সদস্য হয়ে থাকে । কমিটির সভাপতি হবেন পদাদিকার বলে একজন ইউপি সদস্য ও সুশীল সমাজের লোকজন নিয়ে । কমিটিগুলো হলো : ১। অর্থ ও সংস্থাপন, ২। হিসাব রক্ষন ও নিরীক্ষা, ৩। কর মূল্যায়ন ও আদায়, ৪। শিক্ষা , স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ৫ । কৃষি, গবাদি পশৃ, মাছ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ড । ৬ । পল্লী অবকাঠামো উন্নয়ন, ৭। আইন শৃঙ্খলা, ৮। জন্ম ও মৃত্যু নিবন্ধন, ৯। স্যানিটেশন ও পানি সরবরাহ ১০। সামাজিক কল্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা , ১১। পরিবেশ সংরক্ষণ, ১২। পারিবারিক নিরোধ, মিমাংসা, ১৩ । ক্রীড়া ও সংস্কৃতি । এগুলো প্রথম সভায় গঠন করতে হয় ।
উক্ত আলোচনার পর সভাপতি সাহেব বলেন, প্রতি ওয়ার্ড হতে গন্যমান্য, সমাজকর্মী ও অন্যান্য গ্রহণযোগ্য ব্যাক্তিদের নিয়ে ১৩টি কমিটি গঠন করার তালিকা প্রণয়ণ করে জমা দিন । অত:পর সভায় ইক্ত বিষয়ে বিশদ আলোচনা করা হয় এবং প্রতিটি সদস্যকে এক একটি কমিটির সভাপতি করে আলাদা সিটে ১৩টি পূর্ণাঙ্গ স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয় ।
সিদ্ধান্ত ঃ প্রণয়ণকৃত স্থায়ী কমিটিসমূহ সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত হয় ।
সভার আলোচ্যসূচী-. আলোকবালী ইউনিয়নের আইনশৃঙ্খলার উন্নতিকরণ প্রসঙ্গে ।
সভার আলোচনা ঃ সভায় সভাপতি মহোদয় বলেন, আলোকবালী ইউনিয়নের আইনশৃঙ্খলার রেকর্ডস সন্তোষজনক নয়, তাই আমাদের প্রতিটি ওয়ার্ডে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যেন এই ইউনিয়নের ভিতর আর কোন সহিংসতা, মারামারি না হয়, প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিবেন । আমি চাই অত্র ইউনিয়নের সুনাম ফিরিয়ে আনতে । তাই আপনারা আমাকে সহযোগীতা করবেন । অতঃপর উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সকল নবনির্বাচিত সদস্যগণ একমত পোষণ করেন এবং আইনশৃঙ্খলার উন্নয়ন সাধন করবেন বলে মত প্রকাশ করেন । ।
সিদ্ধান্ত ঃ আলোকবালী ইউনিয়নের আইনশৃঙ্খলার উন্নতিকরণে সকলেই কাজ করবেন বলে সর্বসম্মতিক্রমে সভায় সিদ্ধান্ত গৃহিত হয় ।
বিবিধ অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকল নির্বাচিত সদস্যগণকে অভিনন্দন এবং ইউনিয়ন পরিষদের সচিব, হিসাব সহকারী, গ্রাম পুলিশ ও উদ্যোক্তাকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন ।

মো: দেলোয়ার হোসেন সরকার
চেয়ারম্যান
আলোকবালী ইউনিয়ন পরিষদ
নরসিংদী সদর, নরসিংদী
অনুলিপি সদয় মহোদয়ের অবগতির জন্য প্রেরণ করা হলো :

১। উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর, নরসিংদী ।

মো: দেলোয়ার হোসেন সরকার
চেয়ারম্যান
আলোকবালী ইউনিয়ন পরিষদ
নরসিংদী সদর, নরসিংদী

আলোকবালী ইউনিয়ন পরিষদের প্রথম সভার উপস্থিতির স্বাক্ষর ঃ
ক্রমিক নং নাম ওয়ার্ড স্বাক্ষর
০১ জনাব মো: দেলোয়ার হোসেন সরকার চেয়ারম্যান স্বাক্ষরীত
০২ জনাব হযরত আলী ০১ নং ওয়ার্ড সদস্য স্বাক্ষরীত
০৩ জনাব আ: কাদির ০২ নং ওয়ার্ড সদস্য স্বাক্ষরীত
০৪ জনাব মো: আমির হোসেন সরকার ০৩ নং ওয়ার্ড সদস্য স্বাক্ষরীত
০৫ জনাব কামাল উদ্দিন ০৪ নং ওয়ার্ড সদস্য স্বাক্ষরীত
০৬ জনাব আবু খায়ের ০৫ নং ওয়ার্ড সদস্য স্বাক্ষরীত
০৭ জনাব আমান উল্লাহ সরকার ০৬ নং ওয়ার্ড সদস্য স্বাক্ষরীত
০৮ জনাব নায়েব আলী ০৭ নং ওয়ার্ড সদস্য স্বাক্ষরীত
০৯ জনাব সামাদ মিয়া ০৮নং ওয়ার্ড সদস্য স্বাক্ষরীত
১০ জনাব মো: মোস্তফা ০৯নং ওয়ার্ড সদস্য স্বাক্ষরীত
১১ জনাব মোসা: পারুল বেগম সংরক্ষিত সদস্য ১,২ও ৩ স্বাক্ষরীত
১২ জনাব লিলি বেগম সংরক্ষিত সদস্য ৪,৫ও৬ স্বাক্ষরীত
১৩ জনাব খোশেদা বেগম সংরক্ষিত সদস্য ৭,৮ ও ৯ স্বাক্ষরীত



মো: দেলোয়ার হোসেন সরকার
চেয়ারম্যান
আলোকবালী ইউনিয়ন পরিষদ
নরসিংদী সদর, নরসিংদী